বাংলাদেশকে ১১১ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

খেলাধুলা ডেস্ক:   বাংলাদেশকে ১১১ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগার বোলারদের দুরন্ত বোলিংয়ে ১১০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধুঁকতে থাকে পাকিস্তান।

দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে কাটা পড়েন ৬ রান করা সাইম আইয়ুব। শেখ মেহেদি হাসানের বলে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ হারিস। অধিনায়ক সালমান আগাকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তানজিম সাকিব। মোস্তাফিজুর রহমানের পেসে কাটা পড়েন হাসান নাওয়াজ। রান আউট হন মোহাম্মদ নাওয়াজ। একপর্যায়ে দলীয় ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

সাময়িক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা চালালেও ৩৪ বলে ৪৪ রান করে ফখর জামান সাজঘরের পথ দেখলে বিপদ আরও বাড়ে সফরকারীদের। শেষ ওভারটা ৭ উইকেটে ১১০ রান নিয়ে শুরু করে পাকিস্তান। তাসকিনের করা ওভারের প্রথম তিন বলেই ৩ উইকেট হারিয়ে অলআউট হয় দলটি। ওভারের প্রথম বলে মেহেদীকে ক্যাচ দেন ফাহিম আশরাফ। পরের বলে রানআউটের শিকার অভিষিক্ত সালমান মির্জা। তৃতীয় বলে আব্বাস আফ্রিদি (২২ রান) ক্যাচ দেন লিটন দাসকে।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। ‘ফিজ’ গড়েন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেয়ার বাংলাদেশি রেকর্ড। আজ ৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার।

এদিন ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। সবশেষ গত মে মাসে পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *