অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ফেব্রুয়ারির সময়সীমাতেই ভোট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। নির্বাচনের প্রক্রিয়া নির্ধারিত সময়েই সম্পন্ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আইন উপদেষ্টা বলেন, “আমাদের যত ধাপ আছে সবকিছুই মাথায় রেখেছি। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং ওই সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করবে।”
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্দেশ্যে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, যা একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। তবে নির্বাচন সময়সীমা পরিবর্তনের প্রশ্নই আসে না।
এদিকে, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিষয়েও তিনি কথা বলেন। তার মতে, আগামী দু-এক মাসের মধ্যে এসব বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হবে এবং এ নিয়ে কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।