ফরাশি গোলরক্ষক শেভালিয়ারকে দলে ভেড়ালো পিএসজি

খেলাধুলা ডেস্ক : লিলি থেকে ৪০ মিলিয়ন ইউরোতে ফরশি গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে দলে ভিড়িয়েছে পিএসজি।

ক্লাবের ওয়েবসাইটে প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি এই তথ্য নিশ্চিত করেছেন। ২৩ বছর বয়সী এই গোলরক্ষকের সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি হয়েছে পিএসজির।

শেভালিয়ার এ সম্পর্কে বলেছেন, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে।’

ফ্রান্সের বেশ কিছু বয়সভিত্তিক দলে সুযোগ পেলেও এখনো জাতীয় দলে অভিষেক হয়নি শেভালিয়ারের।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে খেলা লিলি দলের সদস্য ছিলেন শেভালিয়ার। বিশেষ করে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ও এ্যাওয়ে ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন।

পিএসজি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপের শিরোপা জয় করেছে। এই শিরোপা জয়ে ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা দলকে সহযোগিতা করেছেন। ডোনারুমার সাথে দলে ব্যাক-আপ গোলরক্ষক হিসেবে ছিলেন রাশিয়ান মাতভে সাফোনোভ ও স্প্যানিয়ার্ড আরনাও টেনাস। এই দুজন অবশ্য এখনো পিএসজেিত রয়েছেন।

এবারের গ্রীষ্মে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে শেভালিয়ারকে দলে নিল পিএসজি। এর আগে ইতালিয়ান-ব্রাজিলিয়ান টিনএজার রেনাটো মারিনকে দলে ভিড়িয়েছে প্যারিসের জায়ান্টরা।

এদিকে ক্লাবের একটি ঘনিষ্ট সূত্রমতে জানা গেছে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস জানিয়েছেন এক নম্বর গোলরক্ষক হিসেবেই ক্লাবে যোগ দিয়েছেন শেভালিয়ার।

আগামী বুধবার ইতালিতে ইউরোপীয়ান সুপার কাপে পিএসজি টটেনহ্যামের মোকাবেলা করবে। তার আগেই শেভালিয়ারের ফ্রান্সে আসার প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *