দফায় দফায় সীমানা আইন লঙ্ঘন করে বিএসএফের তারবেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুইদিন ধরে উত্তেজনা চলছে। গত তিনদিন ধরে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে কাটা তাড়বেড়া ও রাস্তা নির্মাণের চেষ্টা করছে বিএসএফ।

সোমবার,মঙ্গলবার ও বুধবার এ নিয়ে চৌকা সীমান্তের ১৭৭/১-৩ এস পিলার এলাকায় তিন দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনীই সীমান্তে বতর্মানে সর্তকাবস্থানে রয়েছে।

আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৭৭/১ এস ২ এস ও ৩ এস এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যানসল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরীন ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতার বেড়া ও রাস্তা নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিজিবি ও বিএসএফ। বুধবার সকালে আবারো সীমানা আইন লঙ্ঘন করে কাটা তাড়বেড়া ও রাস্তা নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি।

সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশী নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকান্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সাথে অবস্থান নিতে দেখা যায়।

বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনীই সর্তকাবস্থানে রয়েছে বলে জানান ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *