জাতীয় নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেবে পুলিশ

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশ বাহিনীতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে বড় ধরনের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে চার হাজার নতুন এএসআই নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে, যার মধ্যে দুই হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং বাকি দুই হাজার জনকে পদোন্নতির মাধ্যমে এ পদে আনা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতেই এএসআই পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি পাস।”
আইজিপি জানান, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে এবং মাঠ পর্যায়ে পুলিশি কার্যক্রম জোরদার করার অংশ হিসেবেই এ নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, “আগামী নির্বাচনকে রোল মডেল হিসেবে আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে মাঠ প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি আরও সতর্ক করে বলেন, “নির্বাচনে কারও বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এএসআই পদে নিয়োগ কার্যক্রম শুরু হলে বিপুলসংখ্যক তরুণ-তরুণীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের উপস্থিতি বাড়ায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *