গাজার ২৪ চিকিৎসকে নির্মম অবস্থায় আটক করে রেখেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:   ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) গাজা থেকে আটককৃত ২৪ জন চিকিৎসককে কঠোর ও অমানবিক পরিবেশে আটক রেখেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি বন্দি সুরক্ষা কেন্দ্র।

সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী ৪০০-এর বেশি চিকিৎসাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বেশিরভাগকেই কোনো প্রকার অভিযোগ ছাড়াই আটক হয়েছে।

কেন্দ্রটি উল্লেখ করেছে, বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে যে ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় গাজার চিকিৎসাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও সুপরিকল্পিতভাবে মানসিক অবমাননা চালানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, চলমান সংঘাতে গাজায় কমপক্ষে ৩৪০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রোসের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি আটককেন্দ্রগুলোতে ৭৫% ফিলিস্তিনি বন্দিই ‘প্রশাসনিক আটক’-এর শিকার (বিচারবহির্ভূত আটক)।

জাতিসংঘের তথ্য বলছে, গাজার ২৩টি প্রধান হাসপাতালের মধ্যে ১৬টিই আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘যুদ্ধকালীন’ আন্তর্জাতিক মানবিক আইন ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা সংক্রান্ত জেনেভা কনভেনশন লঙ্ঘনের” অভিযোগ আনয়ন করে জরুরি তদন্তের দাবি জানিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ ড. লিনা নাসেরের মতে, ‘চিকিৎসাকর্মীদের টার্গেট করে আটককরণ যুদ্ধাপরাধের শামিল। জেনেভা কনভেনশনের ২৪ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে চিকিৎসাকর্মীদের সুরক্ষার কথা বলা হয়েছে। তবে সেই আদেশগুলো মানছে না ইসরায়েলি সামরিক বাহিনী’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *