গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩

অনলাইন ডেস্ক: গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে গাজা উপত্যকায় চালানো ধারাবাহিক হামলায় অন্তত ৫৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।

বৃহস্পতিবারের হামলায় গাজার আবাসিক এলাকা ও ধর্মীয় স্থাপনাগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে অন্যতম হলো গাজার হলি ফ্যামিলি চার্চ, যেটির সঙ্গে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ওই চার্চে ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া গোলা আঘাত হানে, এতে ভবনটি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত ও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন প্যারিশ পুরোহিত রয়েছেন।

চার্চে হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইতালি গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রও হামলার কঠোর সমালোচনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *