এমবাপের পেনাল্টি গোলে রিয়ালের ঐতিহাসিক সূচনা

খেলাধুলা ডেস্ক: লা লিগার নতুন মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য রূপকথার মতো শুরু হলো। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ওসাসুনার বিপক্ষে ম্যাচে জয়ের জন্য শেষ পর্যন্ত ভরসা রাখতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া সেই গোলেই রিয়াল ১–০ ব্যবধানে জয় তুলে নেয়। লা লিগায় নিজেদের মৌসুমের প্রথম ম্যাচে পেনাল্টি গোলে জয়—রিয়ালের দীর্ঘ ইতিহাসে এই প্রথম।

এমন সূচনা আগে চার ক্লাবই করেছে। ১৯৯০ সালে রিয়াল সোসিয়েদাদ, ২০১৭ সালে লেভান্তে এবং ২০২১ ও ২০২২ সালে ভ্যালেন্সিয়া মৌসুমের প্রথম জয় পেয়েছিল পেনাল্টি থেকে। এবার সেই তালিকায় যোগ হলো মাদ্রিদের সাদা পোশাকের দলটিও।

এই জয় দিয়ে রিয়াল ভাঙল নিজেদেরই রেকর্ড। টানা ১৭ মৌসুম ধরে লা লিগার প্রথম ম্যাচে অপরাজিত থাকল তারা—যা লিগের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৬ মৌসুম ধরে একই কীর্তি ছিল রিয়ালের দখলে। আতলেতিকো মাদ্রিদ টানা ১৫ মৌসুমে মৌসুমের প্রথম ম্যাচে হারেনি, আর বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার সর্বোচ্চ রেকর্ড ছিল ১৩ মৌসুম। রিয়ালের শেষ হারটি এসেছিল ২০০৮ সালে লা করুনিয়ার মাঠে, রিয়াজোরে ২–১ গোলে।

এমবাপ্পের গোলে ইতিহাসের আরেক অধ্যায়ও লিখল রিয়াল। ক্লাবটির হয়ে মৌসুমের প্রথম গোল করা ফরাসিদের তালিকায় করিম বেনজেমার পাশে নাম তুললেন এমবাপে। ২০১৩, ২০১৪, ২০১৯ ও ২০২১ মৌসুমে রিয়ালের প্রথম গোল করেছিলেন বেনজেমা। এবার ২০২৫ সালে করলেন এমবাপে।

মৌসুমের প্রথম ম্যাচে এই জয় কোচ জাবি আলোনসোর জন্যও বিশেষ। রিয়ালের দায়িত্ব নেওয়ার পর লা লিগায় এটি ছিল তাঁর অভিষেক ম্যাচ। ম্যাচ শেষে আলোনসো বলেন, “নতুন খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে। তারা দ্রুত মানিয়ে নিয়েছে। রিয়ালের হয়ে খেলা কারও জন্যই চাপ হয়ে ওঠেনি।”

এদিন রিয়ালের হয়ে মাঠে নেমে অভিষেক হলো আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোরও। মাত্র কয়েকদিন আগে ১৮তম জন্মদিন উদ্‌যাপন করা এই মিডফিল্ডার মাঠে নেমেই কিছু মুহূর্তে আলো ছড়ানোর ইঙ্গিত দেন।

ম্যাচজুড়ে দাপট দেখালেও রিয়াল আরও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। ওসাসুনাও আক্রমণের চেষ্টা করেছে, তবে রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ দিকে আবেল ব্রেটোনেসের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় প্রতিপক্ষ।

ফরাসি তারকা এমবাপে ম্যাচ শেষে বলেন, “ঘরের মাঠে জয় দিয়ে মৌসুম শুরু করা ছিল আমাদের জন্য জরুরি। দ্বিতীয়ার্ধে দ্রুত গোল পাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।”

বার্সেলোনা প্রথম ম্যাচে মায়োর্কাকে ৩–০ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছিল। তাই রিয়ালের জন্যও জয় ছাড়া বিকল্প ছিল না। ইনজুরিতে থাকা জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা কিংবা ফারলান মেন্ডির মতো তারকাদের ছাড়াই জয় নিয়ে মৌসুম শুরু করল আলোনসোর রিয়াল। এবার অপেক্ষা—এই ধারাবাহিকতা কতদূর গড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *