আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাগেরহাটে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সিংগাতী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আজিজুল চৌধুরী (৪০) ও মুরছালিম চৌধুরী (৩০)। নিহত আজিজুল মোশারফ চৌধুরীর ছেলে এবং মুরছালিম এরশাদ চৌধুরীর ছেলে। তাদের বাড়ি সিঙ্গাতী গ্রামের উত্তর পাড়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ চৌধুরীর ভাইয়ের ছেলে মাসুম চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও এলাকার প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং সংঘর্ষ শুরু হয়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মোল্লাহাট, খুলনা এবং গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে আজিজুল চৌধুরী এবং পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুরছালিম চৌধুরী মারা যান। নিহত মুরছালিম এরশাদ চৌধুরীর ছেলে এবং আজিজুল চৌধুরী ভাতিজা বলে জানা গেছে। এছাড়া আহতদের মাঝে আশঙ্কাজনক তিন জনকে উন্নত চিকিৎসার জন্য গত রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন, ইমতিয়াজ চৌধুরী (২১), হোসেন চৌধুরী (২৩) ও তরিকুল ইসলাম শরীফ (৩৮)।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, “সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া নিহতদের ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের পরিবার সুত্র জানায়, ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের কারণে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *