আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:  এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে গড়াবে এই মহারণ। ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান উন্নত করার পাশাপাশি টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেশের ফুটবলপ্রেমীরা এই হাইভোল্টেজ ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে হংকংয়ের অবস্থান ১৪৬।

বিপরীতে বাংলাদেশ রয়েছে ১৮৪তম স্থানে। র‌্যাঙ্কিংয়ের এই পার্থক্য সত্ত্বেও বাংলাদেশ শিবির ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামবে। কারণ হামজা চৌধুরী-শমিত সোম যোগ দেয়ার পরই পূর্ণতা পেয়েছে স্কোয়াড। সেই সাথে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কোচ ক্যাবরেরার দল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে কোটি ফুটবল ভক্তদের জয় উপহার দিতে দৃঢ় প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিরা। আজকের ম্যাচের পর ১৪ অক্টোবর একই প্রতিযোগিতায় হংকংয়ের মাঠে খেলবে ফাহিম-রাকিবরা। এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হংকং। পয়েন্ট তালিকার শীর্ষে সিঙ্গাপুর। তালিকার একেবারে তলানিতে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *