‘আকা’ দিয়ে ওটিটিতে ফিরছেন নিশো

বিনোদন ডেস্ক: ‘সময়টা ১৯৯৮-৯৯। আকা একে একে অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’ নারী কণ্ঠের এমন ভয়েস ওভার দিয়েই শুরু হয় ওয়েব সিরিজের ‘আকা’র ট্রেলার।

আজ সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি মিলনায়তনে মুক্তি দেয়া হয় ‘আকা’র ট্রেলার। পরে দুই মিনিটের ট্রেলারটি রিলিজ দেয়া হয় হইচইয়ের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

ট্রেলারের ট্যাগলাইনে লেখা আছে– ‘আকা শোনেনা কোনো উপদেশ। আকা মানে না কোনো নিয়ম। সে আসছে হাতুড়ির জোরে দেশে ন্যায় ফিরিয়ে আনতে।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হইচইয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর ‘আকা’ মুক্তি পাবে প্ল্যাটফর্মটিতে। সিরিজটির নির্মাতা ভিকি জাহেদ। সাত পর্বের ‘আকা’ নিয়ে বেশ আশাবাদী তিনি। দর্শক এই গল্পে রহস্য, ভালোবাসা, প্রতিশোধের গল্প পাবেন, যা এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে তার অভিমত।

‘আকা’ দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরছেন সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করা আফরান নিশো। তার সঙ্গে জুটি বেঁধেছেন মাসুদা রহমান নাবিলা। এই সিরিজ দিয়ে নাবিলার ওটিটি যাত্রা শুরু হতে চলেছে।

নিশো-নাবিলা ছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, শ্যামন্তি সৌমি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *