obak
25th Sep 2023 7:12 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক (ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন দেশি/ বিদেশী মদ, বিয়ার) উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, টঙ্গী পূর্ব থানা নতুন বাজার রেল গেইট এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাঁজাসহ জিএমপি, টঙ্গী পূর্ব থানা নতুন বাজার রেল গেইট এলাকায় অভিযান পরিচালনা করে বড় মাদক ব্যবসায়ী মোঃ আমির হোসেন (৪০), পিতা-আব্দুল কাদির মিয়া, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৪৯.৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন প্রান্তে গাঁজা পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।