• ঢাকা, বাংলাদেশ

১৬ মিনিটে তিন দফায় ভূমিকম্পে কাঁপল জয়পুর 

 obak 
21st Jul 2023 5:21 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের জয়পুরে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে তিন দফায় আঘাত হেনেছে ভূমিকম্প। শুক্রবার (২১ জুলাই) ভোরে এসব ভূমিকম্পে কেঁপে ওঠে রাজস্থানের রাজধানীসহ আশপাশের এলাকা।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, শুক্রবার ভোর ৪টা ৯মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।  ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

 
এর কিছুক্ষণ পর ভোর ৪টা ২২ মিনিটে আবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা  ৩ দশমিক ১। ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।
এরপর ঠিক ৩ মিনিটি পর ভোর ৪টা ২৫ মিনিটি তৃতীয় দফায় ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর গভীরতা ১০ কিলোমিটার ছিল।
ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
এদিকে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছেন!
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930