obak
08th Jul 2023 12:39 pm | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জেলখানায় অন্তরীণ প্রায় ৬০ শতাংশ মাদক কারবারি ও মাদক সেবনকারী। সাক্ষী প্রমাণের অভাবে এদের কারও কারও বিচার হচ্ছে না। শনিবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়ার আলমপুর হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক থেকে দুই মাস পরে বের হয়ে আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এ জায়গায় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট যারা আছেন আপনাদের কাজ করতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। গোপনে প্রশাসন ও পুলিশের কাছে তাদের ব্যাপারে জানাতে হবে। আমরা চাই নতুন প্রজন্মকে মাদক দ্রব্যের হাত থেকে রক্ষা করতে। নাহলে যে স্মার্ট বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি তা বাধাগ্রস্ত হবে।
হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল ওয়াহাব ভূঁইয়া, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম। ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এর আগে মানসিক হাসপাতাল ‘আহছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।