• ঢাকা, বাংলাদেশ

সহযোদ্ধা একাত্তর কলকাতা থেকে আগত বাচিক শিল্পীদের সংবর্ধিত করেছে 

 obak 
21st Jul 2023 5:05 am  |  অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ১৯ জুলাই ২০২৩ তারিখ বিকাল ৫টায় মহান মুক্তিযুদ্ধের গবেষণা মূলক সংগঠন “সহযোদ্ধা একাত্তর” এর আয়োজনে সহযোদ্ধা একাত্তর এর সভাপতি খান নজরুল ইসলাম হান্নান এর সভাপতিত্বে তার শিমুলিয়া পদ্মার তীরে সাংস্কৃতিক অঙ্গনে কলকাতা থেকে আগত বাচিক শিল্পী “শিল্পী স্নাতার ” এর নেতৃত্বে ৫জনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রিন্সিপ্যাল মোঃ মোজাম্মেল হক,কবি অর্ণব আশিক, বিশিষ্ট ব্যবসায়ী মি: পিন্টু ,কবি আরিফ নজরুল প্রমুখ।
অনুষ্ঠানে কলকাতা থেকে আগত বাচিক শিল্পী শুভাশিস ঘোষ ঠাকুর,কৃষ্ণা ঘোষ, দেবযানী,আরেত্রী ঘোষ ঠাকুর ও শিল্পী স্নাতা কবিতা  আবৃত্তি করেন।বাংলাদেশের কবি অর্ণব আশিক, হামিদুল আলম সখা, মি:পিন্টু প্রমুখ কবিতা আবৃত্তি করেন।
কলকাতা থেকে আগত বাচিক শিল্পীদের মুন্সীগঞ্জ যাদুঘর , স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি,ড. হুমায়ূন আহমেদ এর কবর ও বাড়ি পরিদর্শন করানো হয়। সবশেষে বাচিক শিল্পীদের আগ্রহে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহসের আস্ফলন স্বপ্নের পদ্মা সেতু পায় হয়ে ভাঙ্গা পর্যন্ত গিয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
বাচিকশিল্পীবৃন্দ বলেন,এবার আমাদের স্বপ্ন পুরন হলো।আমরা শেখ হাসিনার পদ্মা সেতুতে উঠতে পেরেছি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930