obak
19th Apr 2022 3:24 pm | অনলাইন সংস্করণ
সোবাহান সৈকত, সদরপুর( ফরিদপুর):
ফরিদপুরে সদরপুর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মী আমিরন নেসা কে কুপিয়ে মারাত্নক জখম করেছে তারই প্রতিবেশী ফরিদা বেগম ও তার ছেলে মেয়েরা। বর্তমানে আমিরন নেসা সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডের ১ নং বেডে চিকিৎসাধীন আছে। এব্যাপারে আমিরন নেসার পুত্র আরিফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে উলটো বিবাদীদের দায়ের করা মিথ্যা মামলায় অহেতুক হয়রানীর স্বীকার হচ্ছেন বলে জানান আরিফ হোসেন।
ঘটনার বিবরনে প্রকাশ গত ৮ ই এপ্রিল আমিরন নেসার গাছের কলা কাটাকে কেন্দ্র করে তার দেবরের স্ত্রী ও তার ছেলে মেয়েদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সোনিয়া আক্তারের হাতে থাকা ধারালো বটি দিয়ে আমিরন নেসার মাথায় কোপ মারলে রক্তাক্ত জখম হলে মুমুর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় ১৯ টি সেলাই লাগে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসা শেষে বর্তমানে সদরপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে ঘটনার দিন আমিরন নেসার পুত্র আরিফ হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামী করে সদরপুর থানায় মামলা দায়ের করেন। বর্তমানে একজন আসামী জেলহাজতে রয়েছেনে এবং বাকিরা জামিনে রয়েছেন বলে জানা গেছে।
মামলার বাদী জানান বিবাদীরা জামিনে এসে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানী করছেন এবং মামলা প্রত্যাহারের জন্যে হুমকি ধামকি দিচ্ছেন। হাসপাতালের বেডে শুয়ে ভুক্তভোগি আমিরন নেসা জানান আমি এব্যাপারে যথাযথ বিচার চাই।