obak
30th Jun 2023 6:19 am | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক: রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে। ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ময়ূর-৭ নামের ওই লঞ্চটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল। ফলে হতাহতের কোনো খবর নেই।
শুক্রবার (৩০ জুন) সকাল ১১টার দিকে লঞ্চের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে লঞ্চটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ধীরে ধীরে আরও ইউনিট বাড়ে। বর্তমানে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সদরঘাট নৌ পুলিশ থানার সহকারী উপ-পরিদর্শক ধনঞ্জয় জানান, বেলা ১১টার দিকে আগুন লাগে ময়ূর-৭ নামের লঞ্চটিতে। তবে কোনো হতাহতের ঘটনা নেই। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
লঞ্চের স্টাফ মিরাজ জানান, ধারণা করা হচ্ছে কেবিনের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে উৎসুক জনতার ভিড়ে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।