obak
21st Apr 2022 3:39 am | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক:লালমনিরহাটে জুয়ার সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের ওপর হামলা করেছে জুয়াড়িরা। হামলার শিকার সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২০ এপ্রিল) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলারচওড়ার গ্রামের বাড়ি ফেরার পথে ইন্দারপার বাজার নামক স্থানে পৌঁছালে এ হামলায় আহত হন ওই সাংবাদিক।
জানা যায়, ১০ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলার ভোলারচওড়া এলাকায় ‘প্রকাশ্যে জুয়া চলছে’ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমন একটি ফেসবুক স্ট্যাটাস দেয় দৈনিক দাবানল পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি রাসেল ইসলাম। পরে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দুই ইউপি সদস্যের মধ্যে জুয়ার টাকা ভাগাভাগি শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ করেন তিনি। এরপর থেকেই জুয়ায় নেতৃত্ব দেওয়া ভোলারচওড়া এলাকা আজাহার আলীর ছেলে মশিউর রহমান (৩০) এবং একই এলাকার সুলতান আলীর ছেলে রফিকুল (৩৫) সাংবাদিক রাসেলকে সরাসরি এবং শফিকুল ইসলাম ফোনে প্রাণনাশের হুমকি দেয়।