• ঢাকা, বাংলাদেশ

লিবিয়ায় ২৩ জঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ 

 obak 
30th May 2023 9:47 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে সম্পৃক্ততা ও হত্যাসহ নানা অপরাধের দায়ে ২৩ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন লিবিয়ায় একটি আদালত। এছাড়া ১৪ জঙ্গিকে যাবজ্জীবন এবং ১৪ জঙ্গিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৩০ মে) এ রায় ঘোষণা করা হয়েছে। খবর এএফপির।

দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আদালত পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন। আর বিচার চলার সময় তিনজনের মৃত্যু হয়েছে।
 
লিবিয়ায় ২০১১ সালে গণঅভ্যুত্থান হওয়ার সুযোগে আইএসের লিবিয়া শাখা ব্যাপক তৎপর হয়ে ওঠে। তারা ২০১৫ সালে ত্রিপোলির একটি হোটেলে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করে। এর আগে আইএস জঙ্গিরা বেশ কয়েকজন মিসরীয় খ্রিষ্টানকে হত্যা ও অপহরণ করে। এসব হত্যাকাণ্ডের ঘটনা ভিডিওতে ধারণ করে প্রচারও করা হয়।
 
লিবিয়ার পূর্বাঞ্চলীয় আজদাবিয়া, দেরনা ও বেনগাজির নিয়ন্ত্রণ নেয়ার পর আইএস জঙ্গিরা উপকূলীয় শহর সিরতে দখল করে এবং ২০১৬ সাল পর্যন্ত এর নিয়ন্ত্রণ ধরে রাখে। ওই সময় ‘নৈতিকতা ভঙ্গের’ অভিযোগে বহু মানুষকে বর্বরোচিত সাজা দেয়া হয়।
 
আইএসের নৃশংসতার শিকার মুস্তাফা সালেম ত্রাবুলসি নামে এক ব্যক্তি আদালতের এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘আমার ছেলে নিখোঁজ। আমার এক আত্মীয়কে সিরতে স্কয়ারে হত্যা করা হয়েছে।’
 
ফাউজিয়া আরহুমা নামে পুত্রহারা এক মা বলেন, সিরতের কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে তার ছেলেকে আইএস জঙ্গিরা হত্যা করে। তিনিও আদালতের এ রায়কে স্বাগত জানান।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031