obak
13th Oct 2022 3:12 am | অনলাইন সংস্করণ
খেলাধুলা ডেস্ক:শুরুতেই সৌম্য সরকারের বিদায় আর নাজমুল হোসেনের ধীরস্থির ব্যাটিংয়ে চাপে ছিল বাংলাদেশ। সে চাপ সামলাতে শুরু থেকেই মারকুটে ব্যাট করে গেছেন লিটন দাস। ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান।
ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান। লিটন দাস ৩৩ বল মোকাবিলায় ৫৩ এবং সাকিব আল হাসান ২০ বলে ২৫ রান করে অপরাজিত আছেন।