স্টাফ রিপোর্টার : গতকাল ২২ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনের সিংলা রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট লায়ন মাসুম আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লায়ন আলাউদ্দিন সরকার।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ এর সিনিয়র রিজন চেয়ারপার্সন লায়ন নিয়ামত উল্লাহ বাবু।
অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন রিজন চেয়ারপার্সন লায়ন হামিদুল আলম সখা, লায়ন মোঃ ইকবাল হোসেন, জোন চেয়ারপার্সন লায়ন হাসান ঈমাম, সাবেক প্রেসিডেন্ট এএসএম আতিকুর রহমান, লায়ন আজহার আলী ভূঁইয়া,লায়ন আল আমিন, লায়ন মহুয়া লিপি,লায়ন হালিমা বেগম, লায়ন শামিম আহমেদ, লায়ন মোহাম্মদ ফেরদৌস কবির, লায়ন রোজিনা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মাসুম আহমেদ কর্তৃক ক্লাবের কেবিনেট মেম্বারদের লায়ন লোগো সম্বলিত সুট বিতরণ করা হয়।
সভায় আগামী ১৩ জানুয়ারি ২০২৩ তারিখে ডিষ্ট্রিক এর আয়োজনে বার্ষিক পিকনিক এ অংশগ্রহনের জন্য আহ্বান জানানো হয়। সেই সাথে আগামী ১১/০২/২০২৩ তারিখ ঢাকা হ্যাভেনের পিকনিকে পরিবারসহ অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। এছাড়া আগামী সপ্তাহে মানবতার সেবায় শীতবস্ত্র (কম্বল) বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়।