obak
05th Jun 2023 10:30 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদন: লালমনিরহাটে পাটগ্রামের কালীরহাট সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইউসুফ আলী (২২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার (০৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে ইউসুফ আলীসহ তার সঙ্গীরা গরু পারাপারের জন্য সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে কালিরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাব পিলার-১৩ পেরিয়ে ভারতে প্রবেশ করে।
এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে ইউসুফ মারা যান। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়।
পরে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘সীমান্তে মরদেহ পড়ে রয়েছে এমন ঘটনা শুনেছি। বিষয়টি খোঁজ খবর নিতে বলা হয়েছে।’