obak
28th Sep 2022 10:40 am | অনলাইন সংস্করণ
লায়ন হামিদুল আলম সখা: ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা ৭টায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২, বাংলাদেশ এর আওতাধীন ৫টি
(New Member Induction & Join Installation Ceremony of Lions Club of Dhaka Banophool, Dhaka Glydia, Dhaka Heaven, Dhaka Central Rupnagar & Dhaka Glydia Green by LCI, District 315 B2 at BLF Auditorium, Agargaon, Dhaka.)
ক্লাবের নিউ মেম্বার ইনডাকশন এবং ইন্সট্রোলেশন অনুষ্ঠান বিএলএফ হুমায়ুন জহির মিলনায়তনে অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন নূর নবী কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর বীরমুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল বাসেত এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক গভর্নর এটিএম নজরুল ইসলাম এমজেএফ,প্রথম ভাইস গভর্নর আহম্মদউজ্জামান,২য় ভাইস গভর্নর মোঃ শফিউল আলম শামিম এমজেএফ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত এর পর আনুগত্যের শপথ পাঠ করান রিজন চেয়ারপার্সন লায়ন হামিদুল আলম সখা।স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন নূর নবী কামাল,জেলার হেড কোয়ার্টার লায়ন মোঃ শাহাদাত হোসেন,জেলা ট্রেজারার লায়ন আব্দুল লতিফ সিদ্দিকী, জেলা সেক্রেটারি লায়ন শেখ কামাল ।
সম্মানিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাবেক গভর্নর মোঃ ফিরোজুর রহমান, এম এ আবুল কাসেম ভূঁইয়া, খন্দকার জাহাঙ্গীর কবির।
জেলা গভর্নর এবং ১ম ভাইস গভর্নর ৫টি ক্লাবের লায়ন নেতৃবৃন্দ কে শপথ করানোর মধ্য দিয়ে অভিষিক্ত করেন এবং গভর্নর পিন ইডুকেশন বেটার ফর সার্ভিস পিন উপহার দেন।
সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন দেলোয়ার হোসেন জগলু ও লায়ন এইচ এম নূরুল হক।







