obak
09th Jul 2023 6:29 pm | অনলাইন সংস্করণ
দেশে ডেঙ্গু জ্বরের এই ক্রান্তিকালে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশ এর উদ্যোগে ডেঙ্গু মশা নিধন/প্রতিরোধ কর্মসূচীর এক মহতী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঢাকাস্থ সম্ভাব্য সকল ওয়ার্ড ও পাড়া মহল্লায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশ এর আওতাভূক্ত ১৪৫টি ক্লাবের মধ্যে ঢাকাস্থ প্রায় ৫০টি ক্লাব এবং সংশ্লিষ্ট লিও ক্লাবের তরুণ লিডারগণকে এই কর্মসূচীতে সম্পৃক্ত করে প্রয়োজনীয় ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে মশার অবস্থান, ডিম, লার্ভা ও মশা নিধন কার্যক্রম সম্পাদন করা হবে।
লায়ন্স ক্লাবের ব্যানারসহ নির্ধারিত টি-শার্ট পরিহিত লায়ন্স এবং লিও কর্মী বাহিনী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রস্তুতি গ্রহণ শেষে ইনশা আল্লাহ আগামী ২-৩ দিনের মধ্যেই তাঁদের এই মহতী কর্মসূচী বাস্তবায়ন করার বিষয়ে ঐকমত্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অদ্য ৮ জুলাই ২০২৩ তারিখ সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশ এর 2nd District Governor “সার্ভিস ম্যান খ্যাত” লায়ন মোঃ শাহাদাত হোসেন, PMJF স্যারের সভাপতিত্বে আগারগাঁও Lion Head Quarter-এ অনুষ্ঠিত উক্ত সভায় লায়ন্স ক্লাবের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচীর সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সবশেষে সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন লায়ন বুলবুল ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে ও আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদক : লায়ন মোঃ আবুল হাশেম
রিজন চেয়ারপার্সন এবং
লায়ন মোঃ মাসুম আহমেদ, ক্লাব প্রেসিডেন্ট
লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন।