খেলাধুলা ডেস্ক:টি-টোয়েন্টিতে নিজের ফর্ম ধরে রেখেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সিরিজের পর এবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফিফটি তুলে নিলেন ডানহাতি এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ তিন উইকেটে ১১৬ রান।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো শুরু এনে দেন রিজওয়ান ও বাবর। ম্যাচের অষ্টম ওভারে তাদের জুটি ভাঙেন মিরাজ। সুইপ করতে গিয়ে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাবর।
এরপর শান মাসুদকে ফেরান নাসুম আহমেদ। আর ইয়াসির আলীর দারুণ এক ক্যাচে তাসকিনের করা তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন হায়দার আলি।
এদিকে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল সপ্তাহখানেক আগে নিউজিল্যান্ডে পাড়ি জমালেও সেখানে ছিলেন না অধিনায়ক সাকিব। ক্যারিবিয়ান লিগ শেষে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট ও ভিসা জটিলতায় পৌঁছাতে দেরি হয়। পরে বৃহস্পতিবারই (৬ অক্টোবর) ক্রাইস্টচার্চে পৌঁছেছেন সাকিব আল হাসান। এতে শুক্রবার (৭ অক্টোবর) খেলছেন না সাকিব। টস শেষে এমনটাই জানিয়েছেন নুরুল হাসান সোহান।
গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর আর দুদল মুখোমুখি হয়নি এই ফরম্যাটে। আর এদিকে সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-৩ ব্যবধানে হারায় ইংলিশরা। বিপরীতে বাংলাদেশ দল আরব-আমিরাত সফরে গিয়ে ২-০ ব্যবধানে জিতে এসেছে সিরিজ।
এর আগে মুখোমুখি ১৫ টি-টোয়েন্টিতে মাত্র দুবার পাকিস্তানকে হারাতে পেরেছে বাংলাদেশ। তবে এবার তাদের মিডল অর্ডারের অফফর্মের সুযোগ কাজে লাগিয়ে চমক দেয়ার চেষ্টা তো করতেই পারে বাংলাদেশ।