• ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-কানাডার যৌথ টহল তাইওয়ানে 

 obak 
22nd Sep 2022 2:09 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক :আবারও তাইওয়ান প্রণালি অতিক্রম করল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এরপর এটি ছাড়া কানাডার একটি ফ্রিগেটও তাইপের জলসীমা অতিক্রম করেছে। খবর বিবিসি ও এপির।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি যুদ্ধজাহাজ যৌথভাবে টহল চালায় তাইপের জলসীমায়। কানাডা ও মার্কিন সামরিক বাহিনীর পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র হিসেবে কানাডা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালিতে টহলের বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে চীন। ওয়াশিংটনের বিরুদ্ধে তাইওয়ান প্রণালিকে অস্থিতিশীল করার অভিযোগও তুলেছে বেইজিং।

বুধবার এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দুই জাহাজের তাইওয়ান প্রণালি অতিক্রমের পুরোটা সময় চীনা নৌ ও বিমানবাহিনী তাদের ওপর কড়া নজর রাখে। দেশটির প্রতিরক্ষা বিভাগ আরও জানিয়েছে, এরই মধ্যে নিজ সেনা, নৌ ও বিমানবাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে যেকোন উস্‌কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তাইওয়ান ও এর আশপাশের এলাকার একচ্ছত্র মালিকানা দাবি করে আসছে চীন। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিংয়ের ক্ষোভ বাড়িয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ নিয়মিতভাবে তাইওয়ান প্রণালি দিয়ে যাতায়াত করছে, যা নিয়ে ক্ষোভ জানিয়ে আসছে চীন।

গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের তাইপে সফরের পর উত্তেজনা বেড়েছে তাইওয়ান ও চীনের মধ্যে। এর প্রতিক্রিয়ায় তাইপের চারপাশে ব্যাপক সামরিক মহড়া চালায় বেইজিং। জবাবে তাইওয়ান প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠায় যুক্তরাষ্ট্র। এতে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930