আন্তর্জাতিক ডেস্ক: প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, কংগ্রেসের নিম্নকক্ষে এগিয়ে আছে বিরোধী দল রিপাবলিকান পার্টি। তবে আইনসভা কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকবে বলেই অনুমান করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) ভোর থেকে শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচনে সহিংসতার আশঙ্কা থাকলেও, শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছেন ভোটাররা।
ক্ষমতার পালাবদল না ঘটলেও মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ জো বাইডেনের ডেমোক্র্যাট নাকি ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের হাতে যাবে, মধ্যবর্তী এই নির্বাচনে তা নির্ধারণ হবে। আর এ ফলাফলের ওপর নির্ভর করছে আগামী দুবছর প্রেসিডেন্ট বাইডেনের দেশ পরিচালনা কতটা নির্বিঘ্ন হবে।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে আসন সংখ্যা ১০০টি। এর মধ্যে ৩৫টি আসনে নির্বাচন হচ্ছে। অন্যদিকে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতেই নির্বাচন হচ্ছে। সেই সঙ্গে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ‘ভোটদানের ক্ষমতাহীন’ ৬টি আসনের মধ্যে ৫টি এবং ৩৬টি রাজ্য ও ৩টি টেরিটরির গভর্নর নির্বাচন হচ্ছে।
সিনেটে ৫০টি করে সমানসংখ্যক আসন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের। ভাইস প্রেসিডেন্টের একটি ভোটের কারণে সিনেটে এক ভোটে এগিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের দল। অন্যদিকে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতায় মাত্র দুটি আসন বেশি ডেমোক্র্যাটিক পার্টির। ফলে গত দুবছর এমনিতেই ক্ষমতাসীনদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলে আসছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।
সিএনএন জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদ নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। তারা ১৭৮ আসনে জয় নিশ্চিত করেছে। আর জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ১৩৪টি আসন। হাউসের নিয়ন্ত্রণ দখলে প্রয়োজন মোট ২১৮টি আসন। তবে সিনেটের দখল কার হাতে যাচ্ছে তা এখনো নিশ্চিত নয়।