• ঢাকা, বাংলাদেশ

মেক্সিকো সীমান্তে হাজারো অভিবাসনপ্রত্যাশী 

 obak 
21st Oct 2022 7:28 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় মেক্সিকো সীমান্তে জড়ো হয়েছেন কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী। এদের বেশির ভাগই ভেনেজুয়েলাসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। খাদ্য ও বাসস্থানের অভাবে চরম মানবেতর দিন পার করছেন তারা। সীমান্ত এলাকায় তাঁবু টানিয়ে মাসের পর মাস অপেক্ষার প্রহর গুনছেন তারা। যে কোনো মুহূর্তে উচ্ছেদ হওয়ার আতঙ্কে দিন পার করছেন শরণার্থীরা।

বাইডেন প্রশাসনের যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপের কারণে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অভিবাসনপ্রত্যাশীরা। খাবার ও বাসস্থানের অভাবে চরম মানবেতর দিন পার করছেন তারা।

একজন অভিবাসনপ্রত্যাশী বলেন, এখানে সবকিছু তাদের ইচ্ছেই হচ্ছে। তারা যা বলছে আমাদের সেটাই করতে হচ্ছে। তারা যদি বলে এখান থেকে চলে যেতে হবে। তাহলে থাকার কোনো সুযোগ নেই। জানি না এখন কী করব? কোথায় যাব।

আরেকজন বলেন, এখান থেকে কর্তৃপক্ষ আমাদের সরিয়ে দিচ্ছে। তারা কোনোভাবেই আমাদের অবস্থান করতে দেবে না। শিগগিরই যেন এ সংকটের সমাধান হয় সেটাই চাওয়া।

এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে উচ্ছেদ আতঙ্ক। আশ্রয় নেয়া শরণার্থীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে মেক্সিকো সরকার। তাদের দাবি, নিরাপত্তার স্বার্থেই শরণার্থীদের সরিয়ে নেয়া হচ্ছে। যদিও উত্তরাঞ্চল থেকে বিতাড়িত করা হলেও আবার দক্ষিণ সীমান্তে গিয়ে জড়ো হচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা।

স্থানীয় মেয়র হামবার্তো পেরাজেলেস বলেন, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। আমাদের কাছে যে সহযোগিতা আসছে তার পুরোটাই তাদের দিচ্ছি। কেন্দ্রীয় সরকারের বাইরে আমাদের কিছু করার নেই। আমাদের নিজেদের থেকে কিছুই করার নেই।

মেক্সিকো সীমান্তে আশ্রয় নেয়া অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই ভেনেজুয়েলা, গুয়াতেমালা হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক দুরবস্থাসহ নানা কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930