obak
31st May 2022 2:28 am | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক:রাজধানীর মিরপুর ১১ নম্বরে নির্মাণাধীন মেট্রোরেলের লাইন থেকে ব্লক পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম মাহবুবুর রহমান। তার বয়স ও পেশা এখনও জানাতে পারেনি পুলিশ। রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এসব তথ্য জানান। ওসি পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।