আন্তর্জাতিক ডেস্ক:মালদ্বীপের মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের (এমআইসি) সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। কলেজ কর্মীদের পথচলায় অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা করার জন্য শনিবার (২৬ নভেম্বর) তাকে এ সম্মাননা দেয়া হয়।
এদিন গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে সকাল, দুপুর, বিকেল ও রাতে চারটি অধিবেশনে এমআইসি’র সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। সমাবর্তনে সভাপতিত্ব করেন কলেজের বাংলাদেশি প্রতিষ্ঠাতা প্রবাসী শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালদ্বীপের শিক্ষামন্ত্রী ডা. ইব্রাহিম হাসান।
অনুষ্ঠানে এমআইসি কলেজের শিক্ষার্থীদের ডিগ্রি সার্টিফিকেট প্রদান করা হয়। সনদ প্রদান শেষে কলেজ কর্মীদের পথচলায় অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদকে বিশেষ সম্মাননা স্বীকৃতি পুরস্কার দেয়া হয়।
এ ছাড়া এমআই ইন্টারন্যাশনাল কলেজ কৃষি ফ্যাকাল্টি হিসেবে আড্ডু শহরে স্কুল অব এগ্রিকালচারের আনুষ্ঠানিক কার্যক্রম পরামর্শ ও অনন্য অবদানের জন্য শাইখ সিরাজকে বিশেষ স্বীকৃতি পুরস্কার দেয়া হয়।
আহমেদ মোত্তাকির বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। গত ৩০ বছর যাবত মালদ্বীপে বসবাস করেছেন তিনি। প্রবাস জীবনে শুরুতে মালদ্বীপের সরকারি স্কুলে শিক্ষকতা দিয়ে শুরু করলেও এখন তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মালিকানার মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ মালদ্বীপে বাংলাদেশি খাদ্য ও কৃষিপণ্যের বড় আমদানিকারক খ্যাতি পেয়েছে।