obak
08th Jul 2023 5:25 am | অনলাইন সংস্করণ
সত্য ও অসত্যসমূহ বিপরীতে যাদের অবস্থান
শ্মশানে জ্বালিয়ে মিথ্যা, গাহি সবে সত্যের গান
লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশ এর সকল স্তরের সম্মানিত লায়ন লিডারবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আপনাদের সকলকে অভিনন্দন ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অবহিত করছি যে, আমাদের লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশ এর বিগত ৫ই মে, ২০২৩ তারিখে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আন্তরিকতাপূর্ণ পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সার্ভিস ম্যান খ্যাত সকলের পরিচিত ও প্রিয় ব্যক্তিত্ব লায়ন মোঃ শাহাদাত হোসেন পিএমজেএফ – কে ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। কিন্তু অত্যন্ত অনুতাপের সাথে বলতে হচ্ছে যে, ধূর্ত ও স্বার্থান্বেষী কতিপয় দুষ্টু প্রকৃতির লোকের প্ররোচনায় পরাজিত পক্ষ সেই স্বচ্ছ ও পরিচ্ছন্ন রায়ের বিরুদ্ধে লায়নিজমের ইন্টারন্যাশনাল দপ্তরে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নরসহ মোট ৫ জন লায়নের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা রুজু করে।
মামলার সকল তথ্য, উপাত্ত, দলিল ও প্রমাণাদির চুলচেরা বিশ্লেষণ এবং যাচাইয়ন্তে প্রমাণকসহ লায়ন্স
ইন্টারন্যাশনাল দপ্তর কর্তৃক বাদীপক্ষের অসত্য মামলাটি খারিজ/বাতিল করে লায়ন মোঃ শাহাদাত হোসেন পিএমজেএফ – কে চুড়ান্তভাবে ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে রায় দিয়েছেন।
পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের রহমতে লায়নিজমের সত্যান্বেষী এ বিজয়ে “ম্যান অফ সার্ভিস” খ্যাত শাহাদাত ভাইয়ের বিজয় হয়েছে। বিজয় হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট ৩১৫ বি২ সংশ্লিষ্ট সকল লায়ন বন্ধুগণের। বিজয় হয়েছে নির্বাচনে প্রশাসনিক ও অন্যান্য দায়িত্ব পালনকারী সম্মানিত নেতৃবৃন্দের।
এমতাবস্থায়, লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশ এর সকল লায়নকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভুল বুঝে অবুঝের মতো মামলা রুজুকারী বাদীপক্ষকে আমাদের সাথে ফেলো এন্ড ফ্রেন্ডশীপে থাকার আহবান জানাচ্ছি।
প্রতিবেদক :
লায়ন মোঃ আবুল হাশেম, রিজন চেয়ারপার্সন
লায়ন মোঃ মাসুম আহমেদ, জোন চেয়ারপার্সন
লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন
জেলা ৩১৫ বি২, বাংলাদেশ।
