obak
30th Nov 2022 2:57 am | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক:মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সিও লে. কর্নেল শাহীন আজাদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যাদবপুর গ্রামের একটি কলাবাগানে স্বর্ণ মাটিতে পুঁতে রাখা আছে। এর ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পুঁতে রাখা ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা। এগুলো অবৈধভাবে ভারতে পাচার করার জন্য সেখানে পুঁতে রাখা হয়েছিল।
সুযোগ বুঝে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পাচারকারীরা ভারতে পাচার করত। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।