• ঢাকা, বাংলাদেশ

মধ্যরাতে কি‌শোরগ‌ঞ্জ এল‌জিইডি ভব‌নে আগুন 

 obak 
13th Aug 2023 6:51 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: মধ্যরাতে হঠাৎ করে কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভব‌নে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহ‌রের রেলওয়ে স্টেশনের কাছে ওই ভবনটিতে আগুন লা‌গে।


কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারি জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পে‌য়েই দমকলকর্মীরা ঘটনাস্থ‌লে যায়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, ‘গভীর রাতে হঠাৎ ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে। তবে ভবনের বিভিন্ন কক্ষের ভেতরে থাকা নথিপত্র সবই অক্ষত আছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930