• ঢাকা, বাংলাদেশ

‘ভয়ের কিছু নেই’ বলেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া 

 obak 
09th Oct 2022 7:20 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর ‘ভয় পাওয়ার কিছু নেই’ বলেও জানিয়েছে দেশটি। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ও প্রতিবেশীদের নিরাপত্তায় একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে পিয়ংইয়ং। তবে এর মধ্যেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। বেড়েই চলেছে উত্তেজনার পারদ। গত ১২ দিনে পরপর ছয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

সম্প্রতি স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎপেক্ষণ করে দেশটি, যা জাপানের হোক্কাইদো দ্বীপ অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। কড়া প্রতিবাদ জানায় জাপান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হয় নিন্দা প্রস্তাব।

তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএ-র খবরে বলা হয়, ওয়াশিংটনের সরাসরি সামরিক হুমকির পাল্টা ব্যবস্থা হিসেবেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে এই পরীক্ষা চালিয়ে আসছে পিয়ংইয়ং। স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার এই স্বাভাবিক কার্যক্রম পরিচালনার অধিকার রয়েছে বলেও দাবি করা হয়। এতে প্রতিবেশী দেশ এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে না বলেও জানানো হয়।

এমন বক্তব্যের মধ্যেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও ২টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ করেছে জাপান। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, রোববার (৯ অক্টোবর) জাপান সাগরে সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ ঘটনায় গভীর সমুদ্রে জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে।

এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা পদক্ষেপ হিসেবে উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এমন তৎপরতাকে উসকানিমূলক আখ্যা দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখলে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একই সঙ্গে কোরীয় উপদ্বীপে নিজেদের ‘শক্তি’ বাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031