• ঢাকা, বাংলাদেশ

ভারতের লাদাখে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প 

 obak 
18th Jun 2023 5:34 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক:শনিবার (১৭ জুন) দিবাগত রাত সোয়া দুইটার দিকে লাদাখের লেহ জেলার ২৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে কম্পন অনুভূত হয়।তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে জানিয়েছে, ভারতের লাদাখের লেহ জেলার ২৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এর কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি ।
 
এর আগে মঙ্গলবার (১৩ জুন)  উত্তরাঞ্চলের জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 
একই দিন দুপুর দেড়টার দিকে ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জম্মু-কাশ্মীরের দোদা অঞ্চল। দেশটির উত্তরাঞ্চলের বেশকিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়াদিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930