• ঢাকা, বাংলাদেশ

ভবিষ্যত মহামারি মোকাবেলায় করণীয় ঠিক করছে ডব্লিউএইচও 

 obak 
01st Dec 2021 5:26 pm  |  অনলাইন সংস্করণ

ভবিষ্যত মহামারি রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো বৈশ্বিক চুক্তিতে একমত হয়েছে। মঙ্গলবার জেনেভায় এক সভায় সংস্থাভুক্ত ১৯৪টি এ লক্ষ্যে একটি রেজুলেশন গ্রহণ করে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল সদস্যভুক্ত দেশগুলোর সিদ্ধান্ত প্রণয়নকারী বডি একটি নজিরবিহীন সভায় মিলিত হয়। এখানে কীভাবে পরবর্তী মহামারি মোকাবেলা করা হবে সেটা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, মহামারি থেকে মানুষকে রক্ষা করতে বৈশ্বিক পদ্ধতির বিভিন্ন ভুল কোভিড১৯ দেখিয়ে দিয়েছে। বিশ্বের সবথেকে ঝুঁকিপূর্ণ মানুষগুলো টিকা পাচ্ছে না, স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় উপকরণ ছাড়াই কাজ করেছেন। এ সময় তিনি মহামারি মোকাবেলায় নিজের উপলব্ধির কথা জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, বৈশ্বিক মহামারি মোকাবেলায় বৈশ্বিক একাত্মতা প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031