আন্তর্জাতিক ডেস্ক:ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে ভূমিধসে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। গত শুক্র ও শনিবার দেশটির পেরনামবুকো রাজ্যের রাজধানী রেসিফে ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আটলান্টিক উপকূলের দুটি বড় শহরে মুষলধারে বৃষ্টি হয়েছে। গত শনিবার পেরনামবুকোতে ৩৩ জন মারা গেছেন। ভূমিধসে যখন প্রাণহানির ঘটেছে, তখন পাহাড়ি অঞ্চলের আশপাশের শহরাঞ্চল ধুয়ে নিয়েছে বৃষ্টি।-খবর রয়টার্স ও গার্ডিয়ানের প্রাকৃতিক বিপর্যয়ে এ পর্যন্ত ৭৬৫ জনকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। পেরনামবুকোর পার্শ্ববর্তী রাজ্য আলাগোয়াসে দুজন মারা গেছেন। গেল ডিসেম্বরের শেষ দিকে ও জানুয়ারির প্রথমে বাহিয়া রাজ্যে ঝড়ো বৃষ্টিতে কয়েক ডজন নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জানুয়ারির শেষ দিকে সাও পাওলোর দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারিতে রিও ডি জেনেরিওতে ২৩০ জনের বেশি প্রাণহানি ঘটেছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে ২০২১ সালের বেশিরভাগ সময় খরায় কাটলেও শেষ মাসগুলোতে অস্বাভাবিকভাবে বৃষ্টিপাত শুরু হয়। প্রায়ই এ রকম বন্যা জলবায়ু পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য ভূমিকা বিতর্ককে উসকে দিচ্ছে। দেশটির বিশৃঙ্খল নগর পরিকল্পনাও সামনে আসছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো শনিবার পেরনামবুকোতে পাঠানোর জন্য একটি ফেডারেল টাস্ক ফোর্স গঠন করছিলেন। বলসোনারো প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রাণহানির ঘটনায় টুইটারে শোক জানিয়েছেন। আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়বেন।