obak
23rd Jun 2023 2:36 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বার্থরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) সকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে পৌঁছলে তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেন। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। মোদিকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানাতে এদিন নজরকাড়া আয়োজন করা হয়।
এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে বহুল আলোচিত দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে আঞ্চলিক ও ভূরাজনীতির পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে হোয়াইট হউসের লনে সাংবাদিকের মুখোমুখি হন বাইডেন-মোদি।
ব্রিফিংয়ের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ এক হয়ে কাজ করবে।
এ সময় অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অকাসের গুরুত্ব তুলে ধরে বাইডেন বলেন, খাদ্য, জ্বালানি সংকট সমাধানে এবং শান্তিপূর্ণ বিশ্বের জন্য একসঙ্গে কাজ করবে দুই দেশ।
নরেন্দ্র মোদি তার বক্তব্যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বলেন, তাকে যে সম্মান জানানো হয়েছে তা ১৪০ কোটি ভারতীয়র, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৪০ লাখ ভারতীয়র।
তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত।
ভারতের সংখ্যালঘুদের নৈতিক অধিকারের প্রশ্নে মোদি বলেন, ভারতে সরকার চলে সংবিধানের ভিত্তিতে। গণতান্ত্রিক মূল্যবোধে বৈষম্যের কোনো স্থান নেই বলেও জানান তিনি। দ্বিপক্ষীয় আলোচনার পর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন নরেন্দ্র মোদি।
এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ অনেকে উপস্থিত ছিলেন।