• ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা: আইসিসি 

 obak 
06th Jul 2023 12:18 pm  |  অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক: আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। এই আসরকে ঘিরে বড় স্বপ্ন দেখছে লাল সবুজের প্রতিনিধিরা। এমন সময়ই অবসরের ঘোষণা দিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিষয়টিকে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

তামিমের অবসরের পর নিজেদের সাইটে তামিমকে নিয়ে একটি ফিচার প্রকাশ করেছে আইসিসি। সেই ফিচারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তামিমের অবসরের বিষয়টি বাংলাদেশের জন্য ভালো খবর নয়। আইসিসির মতে, ‘ভারত বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা। টুর্নামেন্টের তিন মাস আগে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তামিম।’

ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তামিমের। বুধবার (৫ জুলাই) তার দল হেরেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। সাম্প্রতিক সময়ের এসব বাজে মুহূর্তই তামিমকে অবসরের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করে আইসিসি। সংস্থা লিখেছে, ‘সাম্প্রতিক ঘটনাবলি এবং আফগানিস্তানের বিপক্ষে হারের একদিন পর সংবাদ সম্মেলনে তামিম অবসর ঘোষণা করেছেন।’
চট্টগ্রামের এক হোটেলে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। অবসর ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমার বেশি কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস আমি অবশ্যই বলব, আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। হয়ত আমি ভালো করেছি, কিংবা যথেষ্ট ভালো করতে পারিনি, কিন্তু আমি মাঠে থাকলে আমার শতভাগ দেয়ার চেষ্টা করেছি।’
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930