• ঢাকা, বাংলাদেশ

বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত কলম্বিয়ায় 

 obak 
20th Jul 2023 12:37 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন রাজনীতিবিদ নিহত হয়েছেন। এছাড়াও এতে বিমানটির চালকও মারা যান। বুধবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে।

নিহত পাঁচজন রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন।

এক টুইটার বার্তায়  সেন্ট্রো ডেমোক্রেটিকো বিমান দুর্ঘটনায়  প্রাক্তন সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইন প্রণেতা ডিমাস ব্যারেরো, পদপ্রার্থী গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের মৃ্ত্যু নিশ্চিত করেছে  ।
 
এদিকে বিমান দুর্ঘটনার ঘটনায় বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য বিমানের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন।তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930