obak
25th Aug 2022 5:16 am | অনলাইন সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবারর (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধায় অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।
এ সময় বাম দলগুলো খণ্ড খণ্ড মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বাম দলগুলো একত্র হয়ে শহরের ১নং রেলগেটে অবস্থান নেয়।
সরেজমিনে শহরের বিভিন্ন সড়কে দেখা যায়, হরতাল চলাকালে শহরের দোকানপাট তেমন একটা খোলা ছিল না। রাস্তায় তেমন যানবাহনও ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলছেন স্থানীয়রা। এমনকি সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক হতে শুরু করেছে।