বিনোদন ডেস্ক :ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্বর বাবা মারা গেছেন। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অপূর্ব।
অফিসিয়াল ফেসবুক পেজে অপূর্ব লিখেছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন অপূর্বর বাবা। অবশেষে হার মেনেছেন এ মারণ ব্যাধির কাছে।
অপূর্বর বাবার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করে অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আমাদের প্রিয় জিয়াউল হক অপূর্ব ভাইয়ের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। সবাই ওনার বাবার জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার অনন্ত যাত্রা শান্তির হোক।’
২০১৯ সালে অপূর্ব তার ছোট ভাই জাহেদুল ফারুক দীপুকে হারান। রাজধানীর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানানো হয়, এটি আত্মহত্যা।