• ঢাকা, বাংলাদেশ

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখে: খাদ্যমন্ত্রী 

 obak 
18th Jul 2022 6:26 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক:খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া গণমাধ্যম এদেশের অনেক বড় অর্জনের সহযোগী বলেও উল্লেখ করে তিনি। শুক্রবার নওগাঁ প্রেসক্লাবে এটিএন বাংলা টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে নানা সমস্যা তৈরি হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান এবং নওগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন বক্তব্য রাখেন। পরে এটিএন বাংলার ২৫ বছরপূর্তি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031