• ঢাকা, বাংলাদেশ

ফ্লোরিডায় ধ্বংসযজ্ঞ চালালো ঘূর্ণিঝড় ইডালিয়া 

 obak 
31st Aug 2023 8:30 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইডালিয়া। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, এই ঝড়ে ওই অঙ্গরাজ্যের বিগ বেন্ড অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানকার অনেক এলাকা ঘূর্ণিঝড়েরর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে।

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী এই ঘূর্ণিঝড় বুধবার স্থানীয় সময় সকালে ফ্লোরিডায় আঘাত হানে। সেখানে ধ্বংসযজ্ঞ চালানোর পর ঘূর্ণিঝড়টি আমেরিকার আরেক অঙ্গরাজ্য জর্জিয়ার দক্ষিণাঞ্চলের দিকে চলে যায়। ঝড়ের প্রভাবে সেখানেও প্রচুর বৃষ্টিপাত হয়।

তবে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হানলেও জর্জিয়ায় প্রবেশের সময় এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইডালিয়া কী কী প্রভাব ফেলেছে এখন সেটি খুঁজে বের করা হচ্ছে। অপরদিকে জর্জিয়ায় পানিবন্দি মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানি মহাসড়কগুলোতে চলে এসেছে। তলিয়ে গেছে সাধারণ মানুষের বাড়ি-ঘরও।

এই ঘূর্ণিঝড়ের কারণে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড় আঘাত হানার পরপরই পানিবন্দি মানুষকে উদ্ধারে বোট নিয়ে টহল দিতে থাকেন উদ্ধারকারীরা। এ সময় জর্জিয়ার বিভিন্ন স্থান থেকে কয়েকশ’ মানুষকে উদ্ধার করা হয়।

মেক্সিকো উপসাগরের পানি উষ্ণ হওয়ায় এই ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ শক্তিতে রূপ নিয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সাইক্লোন সেন্টার। ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঘাত হানে তখন সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি ফ্লোরিডা অতিক্রম করে চলে যায় বলে জানান রাজ্যের গভর্নর রন ডিসান্তিস। যদিও সন্ধ্যার দিকে রাজ্যের উত্তর দিকে ঝড়টি তাণ্ডব চালাচ্ছিল। এরপর এই ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র জর্জিয়ায় প্রবেশ করে। যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সেখানে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031