obak
25th Jul 2023 12:01 pm | অনলাইন সংস্করণ
শফিউল মঞ্জুর ফরিদঃ আজ ২৫শে জুলাই মঙ্গলবার ভোরে ফরিদপুর জেলা শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকা হতে দুরবৃত্তরা ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়াকে কুপিয়ে জখম করে হত্যার চেষ্টা করেছে।
প্রাথমিকভাবে জানা যায়, জাদু মিয়া ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মরহুম আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি জেলা শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষ করে সে তার বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা হলে, বাসার সামনেই একটি মোটরসাইকেলে করে এসে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে এবং তাদের হাতে থাকা চাপাটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে তার চিৎকারে স্থানিয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, এ ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। আশা করছি, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।