• ঢাকা, বাংলাদেশ

পাসপোর্ট করতে গিয়ে লাশ হয়ে ফিরল মাদ্রাসা ছাত্র 

 obak 
20th Jul 2023 12:42 am  |  অনলাইন সংস্করণ

অনলাইন ডেস্ক: পাসপোর্ট করতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলো মাদ্রাসা ছাত্র মেহরাজ হোসেন সূর্য। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কলাবাগান নামক স্থানে উপকূল বাসের চাপায় নিহত হয় সে।

বুধবার ১৯ (জুলাই ) বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বাড়ি ফেরার পথে সোনাইমুড়ীর কলাবাগান এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী উপকূল বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় মো.মেহেরাজ হোসেন সূর্য (১৮) নামের মাদ্রাসা ছাত্র।

নিহত মেহেরাজ হোসেন সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র এবং সোনাইমুড়ী পৌরসভার ২নং ওয়ার্ড কাঁঠালী গ্রামের শামছুল হক মৌলুবী বাড়ির মৃত হেলাল উদ্দিনের ছেলে। পরিবারের দুই ভাই এক বোনের মধ্যে মেহেরাজ বড় ছিলেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ প্রাথমিক সুরতহাল সংগ্রহ করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে গাড়িটি ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায়।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031