• ঢাকা, বাংলাদেশ

পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি ৮ জন গ্রেফতার 

 obak 
25th May 2022 4:31 am  |  অনলাইন সংস্করণ
রুহুল আমিন : নওগাঁর সদর উপজেলা থেকে আট জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে কম্পিউটারের বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করেছে জয়পুরহাট র‍্যাব-৫।বুধবার (২৪মে) সন্ধ্যায় ওই উপজেলার হাপুনিয়া বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারতৃতরা হলেন, সদর উপজেলার মোহনপুর গ্রামের মোকলেসের ছেলে সাঈদ(৪০), একডালার আব্দুর রহমানের ছেলে রুস্তম (৩৪) ও রাজ্জাকের ছেলে নাসির(২৮), আবাদপুরের জহুরুলের ছেলে লিটন(২৫), বাচারীর জিল্লুরের ছেলে রনি(২০), কুতুবপুরের সজলের ছেলে সুমন(৩০), মহাদেবপুর উপজেলার গোয়ানবাড়ীর জাহাঙ্গীরের ছেলে নাজমুল(২৫) ও গোয়ালের ইসমাইলের ছেলে সুলতান(২৪)।
জয়পুরহাট র‍্যাব-৫, ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগ সাজসে টাকার বিনিময়ে তাদের নিজ দোকান থেকে বিভিন্ন হার্ডডিস্ক ম্যামোরী কার্ডে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছিল। উপরোক্ত ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930