স্পোর্টস ডেস্ক:সিলেটে শনিবার (০১ অক্টোবর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের মেয়েরা ১৫০ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে লঙ্কানদের ইনিংস থামে মাত্র ১০৯ রানে।
ভারতের জয়ের পেছনে ব্যাট হাতে বড় ভূমিকা রেখে ম্যাচসেরার পুরস্কার জেতেন জেমিমা রদ্রিগেজ। ৫৩ বল মোকাবিলায় এ ব্যাটার খেলেন ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ইনিংসটি ১১ চার ও এক ছক্কায় সাজানো ছিল। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই জেমিমার সর্বোচ্চ রানের ইনিংস।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক হারমানপ্রীত কাউর। ৩০ বল মোকাবিলায় তিনি ২টি চার ও একটি ছক্কা হাঁকান। এছাড়া হেমলতা ১৩ ও শেফালি বার্মা ১০ রান করেন। বাকিরা কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। লঙ্কানদের হয়ে ৩২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ওশাদি রানাসিংহে।
ভারতের দেয়া ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও হেমলতা, দীপ্তি শর্মাদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কার মেয়েরা। হাসিনি পেরেরার ৩২ বলে ৩০ আর হার্শিথা সামারাবিক্রমার ২০ বলে ২৬ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য ইনিংস নেই আর কারো।
ভারতের মেয়েদের হয়ে ১৫ রান খরচায় ৩ উইকেট তুলে নেন হেমলতা। দুটি করে উইকেট শিকার করেন দীপ্তি ও পূজা ভাস্ত্রকর।