• ঢাকা, বাংলাদেশ

নায়ক মান্নাকে নিয়ে গাওয়া আসিফ আকবরের গান ‘স্বপ্নের বাজীগর মান্না’ 

 obak 
15th Apr 2022 6:05 am  |  অনলাইন সংস্করণ

বিনোদন ডেস্ক : প্রকাশিত হলো প্রয়াত চিত্রনায়ক মান্নাকে নিয়ে গাওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের গান। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নায়ক মান্নার ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামের গানটি প্রকাশিত হয়।

ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রয়াত অভিনেতা এস এম আসলাম তালুকদার মান্না। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে জন্ম গ্রহণ করেন তিনি। প্রয়াত এ অভিনেতার ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামে একটি গান প্রকাশ হয়। নায়ক মান্নার জন্মদিননে কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়।

গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। গানটি লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ। গানটি উন্মুক্ত করার জন্য নায়ক মান্নার নিজ হাতে গড়া কুতাঞ্জলির অফিসে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা সাথী, সঙ্গীত পরিচালক ইবরার টিপু, সঙ্গীত শিল্পী কান্তা ও প্রয়াত অভিনেতার স্ত্রী শেলী মান্নাসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অভিনেতা মান্নার স্ত্রী শেলী মান্না উপস্থিত সকলকে নবর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রয়াত অভিনেতা আমার স্বামী এস এম আসলাম তালুকদার মান্না আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমি নিজে ধরেছি। মান্না চলে যাওয়ার পর আজকের দিনই আমরা মান্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি, কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু করি।

শেলী মান্না আরও বলেন, মান্নাকে স্মরণ করে দুটি গান রেকর্ড করা হয়েছে। যার মধ্যে আজ আসিফ আকবরের ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামের গানটি প্রকাশিত হলো। আরেকটি আমার লেখা গান, সেটিও আমরা খুব দ্রুতই প্রকাশ করব।

চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, মান্না আমাদের মহানায়ক। বাংলাদেশের চলচ্চিত্রকে অনেক দিয়েছে সে। বাংলাদেশি চলচ্চিত্রে তার অবদান ভুলবার নয়। আজ মান্না নেই কিন্তু তাকে নিয়ে এক সময় রিসার্চ হবে। তার সম্পর্কে জানার জন্য তাকে নিয়ে গবেষণা করবে অনেকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031