• ঢাকা, বাংলাদেশ

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি 

 obak 
09th Aug 2023 8:53 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।


বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৫বছর ধরে দুর্নীতি করে দেশের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে সরকার। সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। সরকারের বিরুদ্ধে ৩৬টি রাজনৈতিক দল যুগপৎ ধারায় একদফা দাবিতে আন্দোলন করছে।

বিএনপির এ নেতা বলেন, নির্বাচনের আগেই বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়ে একতরফা নির্বাচন করতে চাইছে সরকার। ফাঁকা মাঠে গোল দিয়ে নির্বাচন ব্যবস্থাকে নিজের আয়ত্তে নিতে চাইছে অতীতের মতো। কারণ তারা জানে বিএনপি নির্বাচনে অংশ নিলে নিশ্চিত পরাজয় হবে তাদের।

তিনি বলেন, কর্মসূচিতে বাধা না দিতে সরকারকে অনুরোধ করছি। অন্যথায় সব কিছুর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930